মুসা মণ্ডল


আকাশপটে অলোকতরী চাঁদনিরাতের খেলা
আলোর সাথে লুকোচুরি 
চাঁদ কেমনে জানে?

যোজন-পথ পাড়ি দেওয়ার বেলা নিরুদ্দেশে
যাত্রা তাদের হিসাবহারা মনে
নক্ষত্রবৃক্ষে কত জড়িয়ে আলোর ছাতি
তটের ধারে ঝিকিমিকি আলোকমালা জ্বলে
ছায়াপথে ছবির মাতামাতি, অবাকভাবে তাকিয়ে থাকি
আমরা যারা ক্ষুদ্র সৃষ্টি মাতৃভূমির তলে, মেঘের তরী বেয়ে চলে দক্ষ নাবিকবেশে

বিরামহীন কর্মক্লান্ত 
বন্দরহীন ঘাট
অনন্তকাল দায়িত্বভার, নেই কোথাও শেষ
জীবনতরীর স্বরূপ যেমন বেলাশেষের পাঠ।

Comments