দূরত্ব রচনা হয় যখন মধ্যবর্তী কোনো পাহাড় নেই
নদীও নেই...
আছে শুধু অপার বৃক্ষলতা আর বৃষ্টি
প্রকৃতপক্ষে এ কোনো সমতলভূমি নয়
সমতল জন্মদিন বলে কিছু হয় না
দূরত্ব রচিত হলে হৃদয় বলে যে-মাংসখণ্ড আছে
তা কি রক্তাক্ত হয়?
কোনো পাহাড় নেই
নেই নদীর গল্পও
লীলাবতীর গায়ের তীব্র গন্ধ মাতাল বাতাসে সবকিছু
তছনছ করে যায়
লীলাবতী একা-একা পাহাড় হয়ে যায়
এবং নদীও
Comments
Post a Comment