কখনও নীল সমুদ্র থেকে ফিরে আসি
পাখির নীড়ের মতো দু'চোখ আমার
নির্দ্বিধায় দেখে ফেলি ঘোড়দৌড়। খাঁচাভাঙা জীবন।
জীবন নশ্বর
নশ্বর জীবন
ফেলে আসি সব মায়া, নীল সমুদ্র। বসন্ত খবর।
মন থেকে ঝেড়ে ফেলি জগদ্দল পাথর
গড়ের মাঠে রোদের মিছিল
রোদে ভাসে বিষণ্ণ জীবন। জীবনের অমোঘ লড়াই।
আমিও নিশানা ওড়াই
কথাঘরে গড়ে তুলি মনের বসত।
Comments
Post a Comment