সবুজ জানা


জলঢোঁড়ার বিষ নেই ঠিকই

তবে জব্বর কামড়ে ধরার প্রবণতা আছে

তার ওপরে সাপের প্রজাতি; সমীহ না-করে পারা যায়!


মৌরলা আমার অত্যন্ত প্রিয় নিরীহ নির্বিষ মাছ

অহিংস মতবাদ হেতু কামড়ানো তো দূরের কথা

কারোর ক্ষতি করার মতো সাহসও ধরে না...বেচারা!

অসীম পুষ্টিগুণ আর জিভে জল আনা স্বাদের কারণে

রোজ জাল বুনি, বড়ো ফাঁদে বোকা বানাতে পারে তাই বেউতি জাল!

অনেক ফন্দি-ফিকির করে ঘাই মারিয়ে-মারিয়ে, ধরে আনি মৌরলা।


এরপর হৃদয়ের সহানুভূতির প্রকোষ্ঠে স‍েলোটেপ আটকে  

ঘষে-ঘষে পেটকাটা আঁশহীন মৃতদেহগুলো তেলে মচমচে ভেজে

প্রতিদিন খাওয়ার টেবিলে আমেরিকার প্লেটে ভিয়েতনাম।


নির্বিষ জলঢোঁড়া শুধুমাত্র কামড়ে ধরার প্রবণতায়

স্বাধীনচেতা ফিদেল কিউবাকে সুরক্ষিত করে ফ্যালে।

ভ্যালভ্যালে ও দলিত মৌরলারা দাঁত দেখাতেও শেখে না

শুধু উচ্চবর্ণের পাতে বংশানুক্রমিক খাদ্যগুণ বাড়ায়।

Comments