ঈশিতা চক্রবর্ত্তী


বাবাকে নিয়ে কখনও আমি
একটা লাইনও লিখতে পারিনি।
আসলে খুব কাছের মানুষের
স্মৃতিকথা লেখা যায় না।
শুধু পাশ থেকে তাদের হারিয়ে যাওয়া দেখে,
বুকে দীর্ঘশ্বাস চেপে,
কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়তে হয়।
তারপর দিনশেষে ঘরে ফিরে,
চুপিসাড়ে দেখে নিতে হয়—
কোন-কোন সাফল্য আর ব্যর্থতায়
কাঁধে একটা ভরসার হাতের 
অভাব রয়ে গেল আজীবন।

Comments

Post a Comment