নৃত্য উৎসবের ছন্দে মেতে উঠলো রবীন্দ্রসদন
বহরমপুর, ২০ আগস্ট ২০২৩ : মুর্শিদাবাদ ডান্স গ্রুপ ফেডারেশন আয়োজিত পাঁচদিনের নৃত্য উৎসবে জমজমাট হয়ে উঠেছিল বহরমপুর রবীন্দ্রসদন। ১৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গার নৃত্যশিল্পীরা। সংবাদ-সূত্র অনুযায়ী, এখন মুর্শিদাবাদ জেলার ৪৫টি নৃত্যগোষ্ঠী এই ফেডারেশনের মধ্যে আছে। তাদের শিল্পীরাই পাঁচদিন ধরে চলা এই উৎসবে নিজেদের নৃত্যকলা পরিবেশন করেছেন।
(উপরে) রবীন্দ্রসদনের মঞ্চে নৃত্যম নৃত্যগোষ্ঠী পরিবেশিত কত্থক বন্দিশের একটি মুহূর্ত এবং (নিচে) নৃত্যম-এর প্রধান সুনন্দা অধিকারী ও তাঁর ছাত্রী নৃত্যশিল্পীরা।
★
অনলাইন লিটল ম্যাগাজিন ফোরামের প্রথম অনুষ্ঠান
কলকাতা, ৩ সেপ্টেম্বর ২০২৩ : বছরখানেক আগে ২২টি অনলাইন পত্রিকা মিলে গঠিত হয়েছিল অনলাইন লিটল ম্যাগাজিন ফোরাম । তখন থেকেই ফোরামের সদস্য-পত্রিকাগুলোর সম্পাদকেরা একটি অনুুষ্ঠানের আয়োজন করতে চাইছিলেন। কিন্তু নানারকম প্রতিবন্ধকতায় তা আর সম্ভব হয়ে উঠছিল না। অবশেষে, ৩ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত, কলকাতার নলিনী গুহ সভাঘরে সফলভাবে আয়োজিত হলো সেই অনুষ্ঠান। 'যুগ সাগ্নিক' গোষ্ঠীর ২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলা 'যতদূর বাংলা ভাষা উৎসব'-এর অন্যতম অঙ্গ হিসেবেই অনলাইন লিটল ম্যাগাজিন ফোরাম আয়োজন করে এই অনুষ্ঠানের, যার নাম দেওয়া হয়েছিল যতদূর বাংলা ভাষা কবিতা উৎসব । তবে ফোরামের সদস্য ২২টি পত্রিকাই নয়; এই অনুষ্ঠানের আয়োজনে ছিল সাতটি সদস্য পত্রিকা— দর্পণ, টেক টাচ টক, রানার, মুক্তধারা অনলাইন, ইলশেগুঁড়ি, রবিবাসরীয়, আলোর ঠিকানা । অনুষ্ঠানে প্রায় ৫৬ জন কবি নিজেদের কবিতা পাঠ করেন। ফোরামের উদ্দেশ্য, কাজ ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন ফোরামের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, সহ-সভাপতি সায়ন্তিকা ভট্টাচার্য, আয়োজক অন্যান্য পত্রিকাগুলোর সম্পাদক অভিষেক অধিকারী, রাহুল ঘোষ, শান্তনু মজুমদার, সায়ন্তন ধর। এছাড়াও বক্তব্য রাখেন তিমির অধিকারী এবং 'যুগ সাগ্নিক' গোষ্ঠীর কর্ণধার প্রদীপ গুপ্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঋষি ভট্টাচার্য।
(উপরে) অনুষ্ঠানের শেষ পর্বে মঞ্চে উপস্থিত আয়োজক এবং উদ্যোক্তারা এবং (নিচে) সম্পাদকদের আলোচনা-পর্বে মুক্তধারা অনলাইন-এর সম্পাদক রাহুল ঘোষ।
✍🏻 মুক্তধারা অনলাইন নিউজ ডেস্ক
Comments
Post a Comment