অলোকা বিশ্বাস সাহা


দুঃখ হওয়ার সাথে-সাথে ঝরাতে পারি না একবিন্দু জল।
সে-জল বাষ্প হয়ে অনেক উঁচুতে গিয়ে মেঘেদের সাথে সংসার করে।

বড়ো হতে-হতে আবারও মাটি ছোঁয়ার বাসনা,
শেষ পর্যন্ত আঘাত সে তো কোন পাহাড়চূড়ায়।
আবারও দুঃখ ভেসে আসে সঠিক তাপমাত্রায়।

অযথা অকারণ হলেও ভরা প্লাবনে তখন ভাসিয়ে নিয়ে যায় চারিদিক।
দুঃখই তো, যতটুকু পারবে দিক।

আমার আর সঠিকভাবে কাঁদা হয়ে ওঠে না।

Comments