মামনি দত্ত


তারপর, 
মনের কথা যখন কলমের মুখে নেমে আসে,
তুমি ভেবে নাও এ তোমারও অন্তর যেন।

একে অন্যকে খুঁজতে-খুঁজতে পাহাড়ি পথের সন্ধান পেয়ে যাই।
পাথরের গায়ে যে-রঙ জন্ম নেয়, সেই থেকে নতুন গান তৈরি হয়।
দিক ভুলে ভেসে যাওয়া ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই! 

মনের শান্তির কাছে কিছু প্রশ্রয় রেখে পৃথিবীর জলে কবিতার শরীর আঁকি,
একদম আমাদের অজান্তে।

কবিতার কাছে আমি কোনো সুখ চাইনি, দুঃখ চাইনি,
শুধু নিজেকে ভুলে থাকার জন্য এ অনন্ত প্রেম আমার!

কী ভীষণ একাকী মুহূর্ত গাঙচিল হয়ে ঝিমধরা বালুতটের দিকে উড়ে যায়! 
শূন্যতা নিয়ে জেগে উঠি আরেকবার
কলম-খাতায়।

Comments

Post a Comment