এসো বরষা নিয়ে নব জলধার,
বাতাসে বাজুক মিঁয়া কি মল্লার।
এসো বরষা দারুণ দহন জুড়োতে,
প্রাণসঞ্চার করো কুমারী মৃত্তিকাতে।
এসো বরষা নিয়ে ফুল্লকুসুমিত সাজি,
অঙ্গরাগে সেজে উঠুক বিবর্ণ পত্ররাজি।
এসো বরষা নিয়ে ঢলঢল ললিত লাবণি,
তরঙ্গে-তরঙ্গে উচ্ছ্বল হোক শীর্ণ তটিনী।
এসো বরষা এসো মেঘদূতের মেদুরতায়,
উন্মন মন উধাও হবে বিরহের কবিতায়।
Comments
Post a Comment