সোমা দত্ত


মানুষের কাছে দৈবের থেকে যাওয়া এক অদ্ভুত ঘটনা
যখন হাতময় নিরেট শূন্যতা, তখনই বারবার ফিরে আসতে হয় 
অলক্ষ্যে রয়ে যাওয়া সাঁকোটির কাছে–
যে দূরত্বের মাঝে রয়ে গেছে স্বাদু জলাশয়, অতলের সন্ধান 
নিরাকার করেছে যাকে, 
হাত পেতে তারই কাছে দান নেওয়া সহজ হয়নি কখনও—
হয়তো-বা কোনোদিন করতল ছুঁয়ে, পেয়ে গেলে 
কোনো এক জাদুবাস্তবতা—
ওটুকুই শেষ নয়, 
আবারও যে ফিরতেই হবে সে-কথা তুমিও জানো
সম্পর্ক : যার কোনো নিজস্ব ইতিহাস নেই, দৌড় নেই,
হেরে যাওয়ার দুঃখ নেই,
শুধু প্রাচীন মধ্যাহ্নজুড়ে রোদে, জলে পুড়ে ভিজে
বাঁধন শক্ত হয় পুরোনো জটার মতো—
তার শুধু মায়া আছে, রঙ আছে, ছড়িয়ে পড়া আছে
বীজ থেকে বীজের ভিতরে– দূরপনেয় 


Comments

Post a Comment