জয়িতা ভট্টাচার্য


ক্রমে অনন্তযাত্রার শেষ হয়। চাওয়ার শেষ। দেখার শেষ। পথ শেষ হয়ে যায়। গা থেকে খসে পড়ে আলো। আসলে কিছুই নেই। সবই দেখার দোষ। প্রাণচাঞ্চল্যের দোষ। রক্তে লোহিতকণার দোষ। গাছের শিরে ফুল। নিচে ঝরে পড়া ফুল। মুহূর্ত বদল হয়। মিনিটে-মিনিটে।
কালো মেঘে সাদা বকের সারি। প্রান্তজনের হৃদয়ে ইলেশন। খাঁটি কবি। সাধু কম।
রবীন্দ্রনাথ বড্ড বেশি প্রেমিক। কবি কম।
মাঝি এসে গেছে। জল উচাটন। এসো মৃত্যু। পরম আঁধার। নিঃশেষিত কলস। এইখানে মুক্তি।
দুঃখ, জল খসালে জন্ম, আনন্দ। 

শনশন হাওয়ার এই রাত। বৃষ্টির শব্দ। কারা যেন কাঁদছে বাতাসে।
আজ কি কেউ চলে যাবে?

Comments