তীর্থঙ্কর সুমিত

কত রঙিন স্বপ্নের প্যাঁচারা
উড়ে গেছে এগাছ থেকে ওগাছ
নিশীথ সময়ের ঘুমেরা আজ ক্লান্ত
অবসরের পথে চিন্তার কোলাহল
নিপুণতায় ঢাকে...
গমপাতায় মাঠ ভরেছে

অবাধ্য ময়ূরাক্ষী একাকী বয়ে চলে পানাফুল বুকে নিয়ে।

Comments