আর খড়কুটো খুঁজে এনে
অসুন্দর বাসা রচনা
— এ আর ভালো লাগে না।
কস্তুরীগন্ধ নাই-বা হলো
নাই-বা দেখা হলো কোমল নক্ষত্রপথ,
নাই-বা ছোঁয়া হলো আবেগের সাতকাহন,
তবু পাথরের বুকে জলদাগ এঁকে যায়
একপশলা বৃষ্টি;
মনের নিভৃত কন্দরে অজন্তা-ইলোরা;
পেটের ভিতর খিদের রকমফের;
অথচ—
একটা প্রলম্বিত গদ্যজীবনের গল্প ছাড়া
আর কোনো চালাকি আমার জানা নেই,
জানা নেই অনৃতভাষণের অ-আ-ক-খ।
Comments
Post a Comment