পাখির চোখে দুধসাদা লক্ষ্য
একটা-একটা জমানো নুড়িতে
কংক্রিটের সেতু উজ্জ্বল আভাময়।
বাজপাখির সমস্ত কৌশলে রপ্ত, দক্ষ, দৃঢ়প্রতিজ্ঞ সে
দাবানলের আগুনে দগ্ধ হতে-হতে
তৈরি হয়েছে জলন্ত কাঠকয়লা।
তার ক্ষিপ্রগতিতে চিতারাও অবাক
হঠাৎ, স্বপ্ন ভাঙার বিস্ফোরণে
টুকরো-টুকরো ছড়িয়ে পড়ে
রক্তে মোড়া চাপ-চাপ কালো স্বপ্ন
ভাবলেশহীন কঠিন মুখে শব্দহীন অভিব্যক্তি...
না-মেলা ছন্দে বারংবার তাল কাটে।
চ্যাঁচারির মতো শুষ্ক পায়ে ভর পড়ে
সোজা মেরুদণ্ডে উঠে দাঁড়ায় জীবন।
ছন্দ তালে লয়ে আবার সুর ওঠে
আরোপিত হয় বেঁচে থাকার শর্ত।
Comments
Post a Comment