সুশান্ত সেন

সকাল থেকে বিকেল, পাতা ঝরে পড়ার কথা শুনতে-শুনতে বিকেলের চন্দ্রমল্লিকা ভালো করে মুখ তুলে চাইতে পারলো না।

পাতাগুলো কেন আরও একটু বেশি সময় সজীবতা ধরে রাখতে পারবে না, এই বিষাদে বনমালী তখন গাছের গোড়ায় জল দিচ্ছিলো আর তাকিয়ে-তাকিয়ে চন্দ্রমল্লিকার কান্না দেখে নিজেও আর্দ্র । 

এই সময়ে ভোমরা গুনগুন করে চলে যাচ্ছে দেখে চন্দ্রমল্লিকা যখন বেঞ্চির পাশে বসতে ভ্রুভঙ্গি করলো, তখন কে জানে কী করে সরোবর থেকে শীতল হাওয়া ছুটে এল, যদিও, পাতাগুলির ঝরে পড়া ঠেকাতে পারলো না।

বোঝা গেল, পৃথিবী অমোঘ নিয়মে বদলে যাচ্ছে।

Comments