প্রবীর বন্দ্যোপাধ্যায়

দুঃখ আমাদের প্রায়ই ভয় দেখাতো 
আজ ভাত নিয়ে তো কাল 
ভিটে নিয়ে।
মা দুঃখতাড়ন গান গাইতো
বাবা উপেক্ষা বুনতো সবজিমাঠে
আমরা ছোটোরা দুঃখের সাথে খেলতাম 
ছেঁড়া গেঞ্জি গায়ে 
ধুলোবালির গড়াগড়ি দিয়ে বলতাম
আয় দুঃখ, তোর সাথে কুমিরডাঙা খেলি
বাবা হাততালি দিয়ে উৎসাহ দিত আমাদের। 
বেয়াড়া নাস্তিককে ঈশ্বরও সমঝে চলেন;
ক্ষিপ্ত দুঃখ সমস্ত অন্ধকার ঝোলা ভর্তি করে 
একদিন পা রাখলো রাংচিতার বেড়া ঘেরা
ছায়ালীন উঠোনের বাইরে।

Comments