মনোজ অধিকারী


উৎসব ১

আসলে, সব মাটিতে প্রতিমা হয় না

মুখের অবক্ষয়ে ভেসে যায়

পুরোনো দিনের স্মৃতি


প্রতিমা থানে উঠে শুধু বসে থাকে

বাকি কাজ এই হাত তার

চক্ষুদান করে, কোনো-কোনো দুর্গাভাসানের

দিনে সম্পর্ক ভেঙে যায়

 

প্রতিমা জলে ভাসতে থাকে, সকালে

কেউ তার কাঠামো তুলে আনে, আগামী বছরের জন্য।

 

উৎসব ২

দুঃখগুলো আমার পড়ে থাকে ঠাকুরঘরে

মা প্রতিদিন ঠাকুরের ঘুম ভাঙায়

পুজো সেরে উঠে যায় মা

 

আমার দুঃখগুলো পড়ে থাকে সেখানেই

টাটকা ফুলের সুবাস, আর প্রসাদ

ধূপের গন্ধ— লালপাড় শাড়ি

 

দুঃখগুলো একদিন শুকিয়ে যায়

মা ফেলে দিয়ে আসে রোজ

বাসি ফুল...

Comments