অযথাই সঙ্গ দেয় একটি হলদেরঙ পাখি
বলি— যাও, নিজের কাজ করো
স্বেচ্ছায় আমি হতে চাই জনমভিখারি
পাখিটি যায় না
পিছু-পিছু উড়ে চলে পথের পর পথ
আমি চলি, আমি থামি, আমি উদাস হই
পাখিটি ডানা ঝাপটায়
পাখিটি থমকে-থমকে ভাবে...
এ-পাখি দেখিনি আগে
তবু যেন ও-ভীষণ চেনে আমাকে
হাঁটতে-হাঁটতে সন্ধ্যা বেগুনি হয়
এ-মাঠেও শেষমেশ চাঁদ ওঠে দেখি
শুয়ে পড়ি ফাটলের বেদনা মেখে
পাখিটি জাগে, জেগে থাকে
অলৌকিক চাঁদের হৃদপিণ্ড সামনে রেখে...
Comments
Post a Comment