ওই যে শামিয়ানা সুরক্ষাকবচ
ব্রত করে মা একদিন বেঁধেছিলেন এ-হাতে
কিন্তু আজ পচা কাপড়ের মতো ফেঁসে যাচ্ছে সব
সম্পর্ক তো চন্দনের মতো সুগন্ধি আকাশ চায়
তবু কেন মেঘ আসে, সূর্য ঢেকে দেয়?
রাস্তা জুড়ে এখন শুধুই ম্যানহোল
অন্ধকারে আমরা খাবি খাই
আজ মায়ের হাতে শূন্য থালা
আমরা এখন দিকশূন্যপুরে
লীন তাপ কলসি চেনে না
একসমুদ্র 'না' জমেছে হৃদয়পুকুরে।
Comments
Post a Comment