অমিয়কুমার চৌধুরি

ভালোবাসার রাজধানীতে শূন্য কলসি

বাজছে বেশি, ভাঙছে নিমেষে

দু'টি প্রেম, অজস্র কথা পাশাপাশি

রাজা-রানির প্রেম নেই। 

সেই কবেকার মমতাজমহলের সূত্র ধরে

দ্বিতীয় প্রেম কোথায়? খোঁজ করে চলেছি। 


আনাচেকানাচে ভালোবাসা

সব যেন বেচাকেনা  

চেনাজানা ভালোবাসার হাট! 


Comments