ঠোঁট ও নদী বিষয়ক
ঠোঁটে চুমুক দিলে
নদীতে অমৃতরস
লুটোপুটি খায়
শরীরে জেগে ওঠে
ঘূর্ণিসমেত ঝড়
আচানক ভালোলাগা!
নাক জানে—
নদীর কোন খোঁড়লে
লুকিয়ে আছে কস্তুরীসুবাস!
দেহের উপত্যকা
আমাদের দেখা হবে
নদীর মোহনায়
ঠোঁটে মধু ঝরবে
উষ্ণতা ছড়িয়ে যাবে
দেহের অলিতে-গলিতে
গোপন দরজায় হানা দেবে
ক্ষুধার্ত গাঙচিল!
Comments
Post a Comment