অঞ্জন ব্যানার্জি

উঠে দাঁড়াও এই দুর্যোগ-রাতে

এখনও শয্যায়

বাঁচাচ্ছো নিজেকে দুর্ভোগ থেকে

বাইরে তাণ্ডব

পাগলাঘন্টি বাজাও

আমাদের বড়ো প্রয়োজন।

খোলা আকাশে নির্ঝর বাতাসে

কত সুন্দর কথা বলো মঞ্চে

তোমার শব্দের বৃষ্টিতে ভিজি

তুমি ভরসার ছাতা

আজ এসো মাঠে

তোমাকে চাই তাণ্ডবে পাশে।

Comments