প্রতি রাতে আঁধার নিকানো ওড়না তোমার
ছুঁয়ে থাকে আমার ঠোঁটে ।
প্রতিরাতে আলোয় ভাসে রাধা-কমল, যদি
তোমার বুকে গোলাপ ফোটে।
প্রতিরাতে অভিসারে তোমার ঘ্রাণে দেহ অচল
যদি নুপূর বাজে হৃদয়ব্রজে।
প্রতিরাতে ঘূর্ণি হাওয়া উষ্ণ হলে মধ্যযামে
শ্যামের বাঁশি রাধা খোঁজে।
প্রতিরাতে বেঁহুশ হয়ে মজে মন রাধা-পরশে,
তাই রাতচরা মন রাত-দেওয়ালে মাথা কোটে।
প্রতিরাতে পলকবিহীন স্বপ্ন আমার মধুরদহ,
তাই ডুবি দু'জনায় যখন রাতে শরীর ফোটে।
Comments
Post a Comment