উমা দাস সরকার

শিউলির গন্ধঘেরা ছাদ, অনবরত হেঁটে গেলাম কিছুক্ষণ।
ভীষণ বেপরোয়া, তবু কখনও ছুঁয়ে দেখিনি তোমায়!
যেমন দূর-বহুদূরে পূর্ণিমার চাঁদ। 
ঋতুর সাথে শিউলি বদলায়। 
তোমার সুবাস সেই প্রাচীন।
কুলুঙ্গির প্রদীপের শিখা ক্ষীণ হয়ে আসে। 
চোখবোজা অন্ধকার নামে, গভীর হয় রাত্রি।
প্রভাতী গানে শীতকালীন সুখের আমেজ! 
পায়ে-পায়ে শিশিরে ভেজা ঘাসে ঘুম ভাঙে। 
শিউলিগুলো অজান্তেই ঝরে পড়েছে রাতভর! 
ভোরের গন্ধে শিউলি মিশেছে, 
প্রাণভরে শ্বাস নেওয়া!
পত্রিকা বয়ে আনে নতুন সকাল।
ভুলে যাবার চেয়ে ভালো কিছু নেই! 
দোষারোপ নয়, জেনো কথা রাখা—
প্রেমিকের অভ্যেসের বাইরে।

Comments