চল্লিশের পর
স্বর্গদ্বার খুলে গেলে নীল পাহাড়ের খাঁজে
পুরু গালিচার মতো সবুজ বিছানা...
পারস্যের লেবেল লাগানো দামি সব উপহার দিয়ে
দেবরাজ ইন্দ্র নাকি ওয়েলকাম জানায়?
আমাকে ভুলিয়ে দিতে পারবে গো অসুখ-অসুখ বাতিক
সময় এগিয়ে এল মেনোপজের
তার আগে শক্ত করে একবার ধরো হাত...
বন্ধ হয়ে যাওয়া রেডিও আবার চালিয়ে দাও
এফএম চ্যানেল খুলনা, ঢাকা!
গুয়াহাটিতে মেঘলা ওয়েদার
কাঁটা ঘোরালেও আওয়াজ বিশ্রী, ঘড়ঘড় শব্দ হয়
কানের আরাম নেই!
পুরুষ আমার মনের মানুষ হও
রাতের পাশবালিশের মতো তোমাকে পায়ের ফাঁকে নিয়ে ঘুম দিই স্বপ্নে বিভোর।
দাম্পত্য এবং প্রতারণা
ভালোবাসার হাইপ্রোটিন খেলে
আজকাল আর হজম হয় না
এসজিপিটি বাড়ে, রক্তে মেশে পিউরিন
ব্যথা বাড়ে, গাঁট ফোলে
পরপর প্রতি রাতে মাংস হলে
সকালে আবার উঠতে পারি না, খাবারে অনীহা!
আবার কেবল নিরামিষ খেয়েও থাকতে পারি না মোটে
মনে হয় দুপুরে একটু ঘনিষ্ঠতা হোক
বেশি জোরে টিপবে না গাল, আমি থাকবো উপরে
দোতলায় ভালো হবে
মাধবীলতার ফুলে ছেয়ে আছে ঝুলন্ত বারান্দা
শরীর আলগা হয় যখনই, স্ট্রেস কমে
মন চায় রোমান্টিক গল্প হোক
কিন্তু সেই গল্পে যদি এসে জোটে তন্দ্রা
উদয়পল্লির নষ্ট মেয়ে
কার ঠোঁট চায় বোলো কিস খেতে?
Comments
Post a Comment