বিভিন্ন কারণে কয়েকদিন দেরিতে প্রকাশিত হচ্ছে মুক্তধারা অনলাইন পত্রিকার নভেম্বর ২০২৩ সংখ্যা। যদিও নবপর্যায়ে প্রতিমাসে প্রকাশের ধারাবাহিকতায় আসার সময় থেকে আমরা কখনও প্রকাশের তারিখ নির্দিষ্ট রাখিনি, তবুও প্রতিমাসে ১৫ থেকে ২০ তারিখের মধ্যেই সংখ্যাটি প্রকাশ করার কাজ হয়ে এসেছে। এবারেই বাধ্যত কিছুটা দেরি হলো। আশা করা যায়, এইটুকু দেরিতে আমাদের পাঠকদের অপেক্ষা ও আগ্রহ আরও বেড়ে উঠেছে।
শারদীয়া ও দীপাবলি এইবছরের মতো চলে যাওয়ার পরে, আমাদের উৎসব-পর্ব আপাতত শেষ। আশা করি, আমাদের শুভাকাঙ্ক্ষীরা সকলেই এই উৎসবের মরসুম ভালো কাটিয়েছেন। শরতের উৎসব এবার তার দিনক্ষণের টানে আমাদের টেনে নিয়ে এসেছে হেমন্তে। এখন সেই হেমন্তেরই দিন, পাতাঝরার বেলা এবং শীতের আগমনী। আমাদের এবারের প্রচ্ছদেও তাই সেই হেমন্তেরই প্রতিচ্ছবি। পাশ্চাত্যে যাকে বলে 'ফল' বা 'লেট অটাম', ঠিক তাই মূর্ত হয়ে উঠেছে ছবিটিতে।
উৎসব উদযাপনের পরে মানুষের দৈনন্দিনে কিছুটা শৈথিল্য আসে। তার সঙ্গে সঙ্গতি রেখেই যেন আমাদের এবারের আয়োজন কিছুটা সংক্ষিপ্ত। কিন্তু আয়োজন ছোট্ট হলেও, তা গুরুত্বপূর্ণ একইরকম। মুক্তধারা অনলাইন-এর প্রত্যেক সংখ্যার মতো এবারের সংখ্যাও সাজানো হয়েছে বৈচিত্র্যময় আয়োজনে। আত্মজীবনীর ধারাবাহিক তো আছেই; সঙ্গে আছে গল্প ও অণুগল্পের উপস্থিতি, এবং কিছু উল্লেখযোগ্য কবিতা। সঙ্গে একটি ফটোফিচার, যাতে ধরে রাখা আছে এই শারদ-উৎসবের কিছু মুহূর্ত। এইভাবেই উৎসব চলে গিয়েও থেকে যায় আমাদের মনের অ্যালবামে, আর আমরা সমস্ত অশুভ-র সঙ্গে লড়াইয়ের শক্তি পাই খারাপ সময়ে।
~ রাহুল ঘোষ
২৬ নভেম্বর ২০২৩
প্রচ্ছদ ছবি-ঋণ : ফ্রিপিক ডট কম
অভিনন্দন জানাই
ReplyDeleteধন্যবাদ ও শুভেচ্ছা 🙏🏻💐
Delete