মনোনীতা চক্রবর্তী

বেহুলার ঘরের ভিতর চিত্রিত শোক;

বিরহের কারুকাজে সেজে উঠছে সমস্ত নগরী।

সাজও সাজায় অথর্ব-সংলাপ
ল্যাভেন্ডার রঙের বিকেলের রঙ্গোলি...

বেহুলার ঘর আসলে দেওয়ালহীন; অর্থহীন

গার্হস্থ্য সেলাই করা দর্জি
কপালের ভাঁজ নিয়ে দরজায়

সমস্ত নগরীর চামড়ায় দুর্দিন; অর্থহীন

অবিকল এক শোক ঘুঙুর হয়ে দ্রুতলয়ে
নাচ রাখে গানের বাগানে; যার অন্য নাম বেহুলা...

জীবন এখন চাবুকছাপে বন্দিদিন; অর্থহীন

Comments