লালন চাঁদ

বিরহ জমে-জমে গড়িয়ে আসে হৃদয়ের গভীরে
অরণ্যে আটকে যায় মেঘ
বৃষ্টি নেই
তবু হৃদয়ে নিত্য আসন পাতে এক পরিচিত মুখ

তার অবয়বে জলছবি আঁকি
জলটুঙ্গি পার হয়ে গেলে মনে হয় তার পায়ের শব্দ
আমার বুকের ভেতর

কত কথা জমিয়ে রাখি
আজও সব কথা মরে যায় না-বলা কথার ভিড়ে

Comments