তোরা এখন ঝটিকাসফরে কাশ্মীর হঠাৎই
ফেসবুকে আরু ভ্যালি, চিনার, পহেলগাঁ…
ডাল লেকের শিকারা পসরায় এখন কফিও মেলে
শীতের কাশ্মীরে আদুরে বোট জল বায়,
কফির কাপ তুলে ঠোঁটে ছোঁয়াস
আমার হাঁড়িতে ভাত ফোটে, আর আমি
ফেসবুকে কাশ্মীর ঘুরতে থাকি
ইচ্ছেগুলো আলু-ফুলকপির ডালনায়
মশলার সাথে কষতে থাকে, রঙ নেয়, গন্ধ ছড়ায়...
বাবা কাশ্মীর দেখেনি...খুব ইচ্ছে ছিল জানিস!
বাবা আর কাশ্মীর দেখবে না।
আমার মাঝবেলার শীতচোখ কাশ্মীর ঘুরছে…
তোর লেন্সের ভিতর দিয়ে পাঠানো উপত্যকায়
বরফ আর ফুল...ঘুরতে-ঘুরতে অহেতুক দেরি…
কনকনে জলে বাসন ধুতে-ধুতে ব্র্যান্ডেড সানগ্লাসে চিনারের ছায়া দেখি…
বেখেয়ালে পুড়ে যায় জরুরি আহার
দু-বোনের জড়াজড়ি সোনালি শীতকাল
চোখের গড়ান বেয়ে উষ্ণ নেমে আসে
Comments
Post a Comment