রাজকুমার ব্যাধ

নিবিড় বিজনে মন মৌন ছিল একা
রোদেরা তীক্ষ্ণ; ক্লান্তদুপুরে দেবদারুবনে বসন্তে,
পাতাঝরা গাছে থাকা পাখিদের ছায়াতে স্বপ্ন ঢাকা
ঘুমঘোরে চোখ তার স্বপ্ন ঠিকই পারে চিনতে।

অনুভব সে করে পাখিগাছের ছায়াতে একাকী
অরূপকথা কত দিচ্ছে চমক ভাবের ঘরে
পাথরিয়া পাহাড়ের অশ্রু ওই বুঝি—
তাই তো আজও ঝরনা হয়ে ঝরে।

ভাবুকের নীরবতা নয়কো লজ্জানত
নীরবতা বয়ে আনে দিগন্তময় অভিনব সৃজন;
সূক্ষ্ম চিন্তনে মুগ্ধে মুক্তধারা সুনিশ্চিত 
পথ দেখায় মগজমধ্যে কেউ আছে একজন।

Comments