দেবাশিস সাহা

ডোম

জীবনের শেষ স্টেশনে 
এসে দাঁড়ালো রথ
চুল্লুরঙের সন্ধ্যা ঝুলে আছে চুল্লির নাকের ডগায়
নদীর উদ্দাম খিদে 
চিতাভস্ম হয়ে ভেসে যায় পাপ
ডোম বিড়ি থেকে শক্তি নিয়ে
ইতি টানে শেষদৃশ্যের
ডোম ধর্মের জ্ঞাতিগুষ্টি আমার অন্তিম সাথি।

বোম

বিজয়দের হাত থেকে বোমা নিয়ে 
বের করে নিচ্ছি জীবনের মশলা
বোমে লেখা থাকে মৃত্যুর ঠিকানা 

বোমকলে থাকি
এখানে সবাই বোমের গায়ে
মৃত্যুর ঠিকানা লিখতে ব্যস্ত
ঠিকানার চিরকুট বদলে যায় হামেশাই
সবাই আকাশ থেকে পেড়ে নিতে চায় ক্ষমতা 

ক্ষমতা আর ক্ষয়
ভরোসা আর ভয়
কে কার উপর ভর করে 
তুমি কি জানো জীবনকুমার 


বাড়ি

আলোর সঙ্গে আঁধারের আদর
আদরের তর্জমা আর পায়ে শেকলের বেড়ি
নিয়ে হাসাহাসির সংসার
বাড়িজুড়ে বাড়াবাড়ি 
নিয়মের অদৃশ্য শৃঙ্খল 

এখন আর সঙ্গমে মধু নেই
চাঁদের কঙ্কাল নিয়ে বিনিময় ব্যবসা 
মাঘে মাগি হয়ে যাচ্ছে কত মেয়ে
এটাই ধম্মো
চামড়ার কারবারে কোনো বিনিয়োগ নেই
'জয় মা' বলে ঝাঁপ দাও সাহসের সাগরে

Comments