সুশান্ত সেন

তোমাকে বন্ধুর পথে হেঁটে যেতে হবে প্রতিদিন।
তোমাকে যেতেই হবে তৃণ ও বৃক্ষ-ছায়াহীন প্রান্তরে অনেক।
প্রতিপাদ্য বিষয়ের সমাপ্তির রেখাগুলি দেখাটা খানিক
অনুশীলনের কাছে নতি নিয়ে আছে,
এইকথা বুঝে গেলে
স্বস্তি নিয়ে হাঁটা যায়।
না-হলে কেবল বিলাপ-বিলাপ।

তোমাকে বিলাপ নিয়ে বন্ধুর পথে
হেঁটে যেতে হয়।

Comments