কিছু ভালোবাসা রেখে এসেছি নদীর পাড়ে। কিছু ভালোবাসা পাহাড়ের কোলে। কিছু ভালোবাসা ফেলে এসেছি খুব একটি গ্রামে। বাতাসে ওড়ে ভালোবাসা গোপন ক্লাসরুমে। স্বপ্নের গভীর থেকে জন্ম নেয় মীন
অপার বিস্ময়হিম লেগে ঘাসেফুলে শ্মশানে নিভন্ত আঁচে আকাশের সঙ্গে মাটি আর আলোর সঙ্গে আঁধার অর্বাচীন সম্পর্করা ভিড় করে
দ্যাখো
এখনও অসীম তবু ভালোবাসা বিশ্বের আকাশে।
Comments
Post a Comment