প্রতিবেশী কোনো হৃদপিণ্ড নেই আমার শরীরের
ছোটোখাটো ত্রুটি ধরা পড়লে মেরামত করে নিই
অভ্যাসমতো সচল হতে থাকি লড়াইয়ের ময়দানে।
হৃদপিণ্ড নিজস্ব ঢঙে গান শোনাতে চেয়েছে বারবার
সফল হতে পারেনি—
অযোগ্য ভেবে একদিন ভেতর থেকে বের করে ছুঁড়ে ফেলে দিলাম রাজপথের উপর
ছুটে এল চোর কাক, দেখলো, ভয়ে পালিয়ে গেল
ছোঁ মারলো ডাকাত ঈগল, তুলতে পারলো না
খবর পেয়ে ছুটে এসে ঘিরে ধরলো লোভী শকুনের দল—
এবার গান ধরলো হৃদপিণ্ড
তারপর জোরদার ও জ্বালাময়ী বক্তব্য রাখলো
শকুনের দল লজ্জা পেয়ে পালিয়ে গেল চিরতরে...
অস্তিত্ব-সংকটে প্রকৃতিরানি!
Comments
Post a Comment