মনোজ অধিকারী

এটা একটা পাড়ভাঙা শব্দ

খুঁটে-খুঁটে দেখে নিচ্ছিল ময়ূর

জানি না, সুন্দরবন আর কতদূর    

 

এটা একটা ময়লারঙের জামা

পুনরায়, শরীর জুড়ে অবগাহন

মানে কালির দাগ প্রথম প্রেমে পড়া  

 

এটা একটা কবিতা, বাদাম-খোসা

বিকেলের রোদে শুকোতে দেওয়া

হাতবোমা, এবার ফিরে এসো দিশা  

 

খুব বলতে ইচ্ছে করছে, প্রেমিকার মা

আমার বুঝি কেউ না!

 

Comments