এতো বহুদিন হলো তেমন নতুন কথা নয়
সত্তাকে শৃঙ্খলিত করেছো, সত্তাকে শৃঙ্খলিত হতে হয়
নিরুত্তাপ নির্বাসনদণ্ড পেয়ে
সত্তার তেমন অসুবিধা হবার কথা
বাতাসের ভার, তুমি নিরুচ্চার, আ
বাতাসে ডিজেলের ধোঁয়া আর বঞ্চনার কাঁচা রোদ
এরই মধ্যে ছাদে কাদের বউ কাঁচাআম শুকোতে দিয়েছে
কসমিক ড্রেন এইসব আবর্জনা ব্ল্যাকহোলে নিয়ে যাবে।
বাতাস মিইয়ে গেছে আকাশের কাদামাখা রঙে
চেন টানো, চেন টানো তবে, প্রতী
যা করেছো তুমি এরচেয়ে খারাপের উপায় অনেক ছিল
আমার কথায় কান দিলে না, নচেৎ দে
কাদার মণ্ড খাদকের কাছে সুচারু
খাদ্য করে পৌঁছে দেওয়া যায়।
যাইহোক, চেন টানো চেন টানো তবে
সত্তার যাবার সময় হয়েছে।
Comments
Post a Comment