নিশীথে যে-দেওয়াল ধর্ষণ করি
সেটা কোনো আহ্লাদী
রমণীর রমণীয় যোনি নয়
কোনো গণিকার শিথিল নিম্নাঙ্গ নয়
কোনো প্রেমিকার উত্তেজিত দেহ নয়
দিবসে ছেনি-হাতুড়িতে
দেওয়ালে নতুন-নতুন ছিদ্র করি
প্রগাঢ় অন্ধকারে সেইসব ছিদ্রপথ
আমার জিহ্বায় লেহন করি
জাগতিক সময়
পিসার হেলানো গম্বুজ
মরুর বালির উত্থিত লিঙ্গ
ঝুরঝুর ঝরে পড়ে...
Comments
Post a Comment