হেমন্ত পেরোতে-না-পেরোতেই শীতের দাপট এবার খুব বেশি করে টের পাওয়া যাচ্ছে আমাদের আঙিনায়। ইন্টেলেকচুয়াল সাজতে মরিয়া যে-সব বঙ্গীয় ফেসবুকার প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিকভাবে কবি ভাস্কর চক্রবর্তীর প্রবাদপ্রতিম পঙক্তি "শীতকাল কবে আসবে সুপর্ণা" উদ্ধৃত করার সুযোগ ছাড়েন না, তাঁদের রীতিমতো অপ্রস্তুত করে দিয়ে শীত চলে এসেছে হু-হু করে, তেমন কোনো ঘোষণা ছাড়াই। মফস্বল বাংলার প্রায় প্রতিটি এলাকা তো বটেই, মহানগরও শীতের ধাক্কায় এবার বেশ জবুথবু। যদিও প্রায় এমনটাই হচ্ছে সম্প্রতি কয়েকবছর, তবু পৌষ পড়তেই শীতের এমন দাপট আসন্ন মাঘের শীত নিয়ে বাঙালির চিন্তা বাড়াবে তো ঠিকই! আর আমরা বইমেলা, অন্যান্য মেলা ও পার্বণ, পিকনিক, শীতের ভ্রমণ ইত্যাদি তথাকথিত 'বাধ্যতামূলক' আয়োজনের মধ্যে খুঁজে ফিরবো একচিলতে রোদের মিঠে উত্তাপ; বুঝে নেবো তার মাহাত্ম্য। আবারও আশ্চর্য হবো এখনও সর্বশক্তিমান প্রকৃতির মহিমায় এই ভেবে যে, বছরের অন্যান্য সময়ে এই রোদের-ই তীব্র দহন থেকে কীভাবে আমরা পালাতে চাই যে-কোনো ছায়ার আশ্রয়ে!
প্রকৃতির এমন অপার লীলাখেলার মধ্যেই মুক্তধারা অনলাইন -এর ডিসেম্বর ২০২৩ সংখ্যা নিয়ে আমরা হাজির হয়ে গেলাম পাঠকের দরবারে। এবার তাঁদের বোধের রসনাকে তৃপ্তি যোগাতে থাকছে একঝাঁক কবিতা এবং প্রবীণ কবির আত্মজীবনীর যথারীতি ধারাবাহিক উপস্থাপনা। সঙ্গে কবিতা-বিষয়ক একটি প্রবন্ধে একসূত্রে গাঁথা পড়েছেন এক শ্রদ্ধেয় ভারতীয় বাঙালি কবি, এক বিশ্ববিখ্যাত ইজরায়েলি কবির সঙ্গে। এই আলোচনাটি কবিতা-পিপাসু পাঠকের মনে নতুনতর চিন্তার তরঙ্গ তুলবেই। আরও থাকছে ইংরেজি ভাষার অন্যতম চিরকালীন কবি জন কিটসের জীবনকাহিনি নিয়ে লেখা বইয়ের এক সুললিত আলোচনা, যা শেষ পর্যন্ত কাব্যিক গদ্যের-ই রেশ রেখে যায় আমাদের মননে। মুক্তধারা অনলাইন সাহিত্য-শিল্প-সংস্কৃতির অঙ্গন থেকে এমনই বৈচিত্র্যময় ভাবনাচিন্তার প্রকাশ করতে চায় সবসময়; পাঠকের ভালোলাগাতেই যার একমাত্র পূর্ণতা। আমরা তাই সর্বদাই পাঠকের লিখিত পাঠ-প্রতিক্রিয়া পেতে আগ্রহী হয়ে থাকি।
মুক্তধারা অনলাইন -এর সকল শুভাকাঙ্ক্ষীকে নতুন ইংরেজি বছর ২০২৪-এর অগ্রিম শুভেচ্ছা। কারণ, জানুয়ারি ২০২৪ সংখ্যার প্রস্তুতি নিতে-নিতে নতুন বছরটি বেশ কিছুদিনের পুরোনো হয়ে যাবে।
~ রাহুল ঘোষ
২১ ডিসেম্বর ২০২৩
★ প্রচ্ছদের ছবি-ঋণ : রবি শর্মা / আনস্প্ল্যাশ
Sundar
ReplyDeleteধন্যবাদ ও শুভেচ্ছা 🙏🏻💐
Delete