রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

কিছু আলুথালু স্মৃতি আর বটের ঝুড়ি ক্রমে শরীরকে জড়িয়ে ধরছে।
কলিংবেল বাজলে দরজা খুলে দিই,
সবজিওয়ালা এলে মাছওয়ালা এলে—
তাঁদের রবার্ট ব্রুসের গল্প শোনাই৷
বাথটবের জলে আমার শরীরটা ক্রমে মাছ হয়ে যায়,
সাঁতরাতে-সাঁতরাতে ভূমধ্যসাগরে পৌঁছলে—
অন্য মাছেরা আমায় দেখে উপহাস করতে থাকে
আমার মা-বাবার কথা মনে পড়ে,
ঠিক তখনই ডানা ঝাপটাতে-ঝাপটাতে এসে একটা চিল
আমাকে ঠোঁটে করে তুলে নিয়ে এসে
আবার হাজার স্কোয়ারফুটের ফ্ল্যাটের বাথটবে ফেলে দেয়,
আমি দেখি—
বটের শেকড়গুলো ক্রমে বাবা আর স্মৃতিগুলো ক্রমে মা হয়ে উঠছে।

Comments