কিছু আলুথালু স্মৃতি আর বটের ঝুড়ি ক্রমে শরীরকে জড়িয়ে ধরছে।
কলিংবেল বাজলে দরজা খুলে দিই,
সবজিওয়ালা এলে মাছওয়ালা এলে—
তাঁদের রবার্ট ব্রুসের গল্প শোনাই৷
বাথটবের জলে আমার শরীরটা ক্রমে মাছ হয়ে যায়,
সাঁতরাতে-সাঁতরাতে ভূমধ্যসাগরে পৌঁছলে—
অন্য মাছেরা আমায় দেখে উপহাস করতে থাকে
আমার মা-বাবার কথা মনে পড়ে,
ঠিক তখনই ডানা ঝাপটাতে-ঝাপটাতে এসে একটা চিল
আমাকে ঠোঁটে করে তুলে নিয়ে এসে
আবার হাজার স্কোয়ারফুটের ফ্ল্যাটের বাথটবে ফেলে দেয়,
আমি দেখি—
বটের শেকড়গুলো ক্রমে বাবা আর স্মৃতিগুলো ক্রমে মা হয়ে উঠছে।
Comments
Post a Comment