জোয়ার যদি না-হয় রাজি
স্রোতের ডাকে মেলানো পা
বদলানো এক সময় জুড়ে
চিত্রার্পিত নির্জনতা!
ইতিহাসের ধুলোয় ওড়া
নিশান ছেঁড়া প্রত্যাঘাতে
শ্বেতকণিকা স্বেদকণিকায়
জেহাদি এক নিদান হাঁকে!
কানে গুঁজে কপিরাইট
ছন্দ নিয়ে ধন্দে শালিক
বারান্দাময় বাজনা বাজায়
ওরা প্রজা আমি মালিক!
দেওয়ালজোড়া আঁধার জুড়ে
ছন্নছাড়া অষ্টপ্রহর
উথলে ওঠা গোপন দুখে
সিক্ত হয় নির্ঘুমি জ্বর!
Comments
Post a Comment