বিজয় ঘোষ

একদিন চলে যাই বাঁশবনে,
আসলে আমি তো এক ডোমকানা

যা-কিছু অতীত দিনগুলিতে ছিল
অথচ এখন নেই

তারই খোঁজে ফিরে-ফিরে আসি

কৃষ্ণচূড়ায় কি বসন্ত আসে?
পড়ন্তবেলায় সূর্যের আলো আরও বেশি লাল হয়...

লোভ হয়, লালসাও বলতে পারো 
আসলে আমি নিজেকেই খুঁজে ফিরি

আমার সঙ্গীবিহীন জীবনে পড়ে দীর্ঘ ছায়া
পঞ্চরিপু আগে-আগে চলে—পথ দেখায়

আসলেই বাঁশবনে আমি এক ডোমকানা।

Comments