মাথা পুরো খালি। লেখারা পথ খুঁজে পায় না। বিষাদ-আক্রান্ত মন! "কবিতা চাই, কবিতা চাই" বলে আন্দোলনের ডাক শোকের মাত্রা বাড়িয়ে দেয়! তবুও স্বপ্নের সমান অধিকার আইন নিগৃহীত হয় বারবার! বয়স আজকাল বড়ো বেশি কথা বলে। ব্যথার প্লাবন ছাড়িয়ে যাচ্ছে পৃথিবীর সীমারেখা। কোমর আর হাঁটুর ব্যথা বয়সের সংকেত পাঠায়। বলিরেখা বড়ো বেশি কথা বলে। এরই মাঝে মৌনমুখর হয় ধর্মের সন্ত্রাস। তবুও চুপ থাকাই স্বাভাবিক বলে মনে হয়। বিষাদচুম্বন বার্তা পাঠায় আরও একবার বিপ্লবের জন্য। মুখোশ উন্মোচন করার জন্য সিঁড়ির ব্যবহার কোনো কাজে লাগে না। কেন-না, হাঁটু কোনোদিনও সিঁড়ির নমস্কার গ্রহণ করেনি। এভাবেই জীবন চলছে এখানে ধুঁকে-ধুঁকে। শুধুমাত্র একটা কবিতা লেখার জন্য!
অসাধারণ!
ReplyDelete