কাকলি দাস

ঢেউটা ভাঙতে-ভাঙতে মিলিয়ে যাচ্ছে, সুনীল গহ্বরে
ফেনাগুলো জমাট বাঁধছে দলে-দলে এসে বালির পাড়ে

মৃত্যুঞ্জয়, তোমার অভ্যেস হয়ে গেছে এতদিনে
রাতের একলা হাঁটা রাস্তা, বাঁকাচাঁদ, আতপের ফ্যানাভাত...

আমি ফেরিঘাটে রোজ শুনি ডিঙিনৌকার ছপছপ,
স্টিমারের বাঁশি, প্লাটফর্মে হৃদয়ের কন্ঠরোধের ডাক।

Comments