ঢেউটা ভাঙতে-ভাঙতে মিলিয়ে যাচ্ছে, সুনীল গহ্বরে
ফেনাগুলো জমাট বাঁধছে দলে-দলে এসে বালির পাড়ে
মৃত্যুঞ্জয়, তোমার অভ্যেস হয়ে গেছে এতদিনে
রাতের একলা হাঁটা রাস্তা, বাঁকাচাঁদ, আতপের ফ্যানাভাত...
আমি ফেরিঘাটে রোজ শুনি ডিঙিনৌকার ছপছপ,
স্টিমারের বাঁশি, প্লাটফর্মে হৃদয়ের কন্ঠরোধের ডাক।
Comments
Post a Comment