যখন তোমার কথা আর ভাবি না, বস্তুত কারও কথাই ভাবি না,
কিংবা শুধু তোমার কথাই ভাবি
অথচ কুয়াশামাখা সকাল ঈষৎ দূরে
কয়েকটি পাখি ঝগড়া করে, খুনসুটি করে
আর পৃথিবীটা পুরোনো হতে-হতে হঠাৎ নতুন হয়ে ওঠে
শীতকালটাকেও ভালোবেসে ফেলি
ঝপ করে তোমার তরুণী মুখটা মনে পড়ে যায়।
আহা কত-কত সুখস্মৃতি
লীলাবতীর মতো পৃথিবীটাও অপরূপা
তরুণী লীলা আর ঝরনা, পাহাড় কিংবা নীল সমুদ্র
বস্তুত আমি কারও কথাই ভাবি না...
Comments
Post a Comment