সুশান্ত সেন


যেরকমভাবে বেঁচে আছি বা যেরকমভাবে বেঁচে থাকি তার থেকে অন্যরকম আর একটা নতুনতম জীবনের মধ্যে ঢুকে যেতে পারলে কীরকম হতো, ভাবতে বসে দেখি, কারা-কারা যেন হাত ধরে আছে।
অথবা তারা হাত ধরে না-থাকলেও, সবসময় মনে-মনে ভাবছি ওরা আমার হাত ধরে আছে অথবা আমি তাদের হাত ধরে আছি।
এইরকম একটা ভাবনা পেরিয়ে নতুন জলবায়ুর দেশে এসেও তো পরিত্রাণ নেই। পরিত্রাণ পাওয়া এত সহজ নয়, যত সহজ বলে মনে-মনে ভাবছি।
তাই যেরকমভাবে বেঁচে আছি সেরকম ভাবেই বেঁচে থাকি।

Comments