নিশিকান্ত বাউল

কারও নীরবতা কাঠগোলাপ
ঝুরঝুরে লজ্জা নেমে আসে চাঁদের মুখ থেকে 
দেহের উল্কাপিণ্ড ঢেকে ফেলে কচিপাতা
নীরবতা ঘসে চন্দনের সুবাস বেরিয়ে আসে 

বৃন্তচ্যুত গোলাপের নাম নীরবতা 
নিঃসঙ্গতা রান্না হয় উঠোন জুড়ে
নীরব গোলাপের মুখোমুখি পৌষ সংক্রান্তি বসে থাকে

কাউকে ভাবলেই 
বাস থামিয়ে নেমে আসে পথ 
পাঠকক্ষ নীরবতার পোশাক পরিধান করে 
শীত ও নীরবতা একই ঘাটে স্নান করে উড়ে যায় 
টুকটুকে পাখির পিছনে ছুটতে থাকে
একটা যুবক তীর।

Comments