১.
ঈশ্বর ছিঁড়ে নৈবেদ্য সাজাই
যেখানে
সাগরের ওম থেকে
মা ছুটে আসে...
২.
বাবা যেদিন মারা গেলেন
ফুসফুস খুঁড়ে
দগদগে উনান জ্বলে ওঠে
যেখানে শৈশব পুড়ে
বেড়ে উঠি বাবার মতো...
৩.
গভীর রাত হলে
শ্মশান ঢুকে যায় পাঁজরে
ঢকঢক করে আগুন গিলে
দৃশ্য থেকে চোঁয়াঢেকুর
একঘুম পর ঈশ্বরের গায়ে ভীষণ জ্বর...
Comments
Post a Comment