দেশজুড়ে নির্বাচনের বাজনা বেজে গিয়েছে। এর রেশ চলবে অন্তত আরও আড়াই-তিনমাস। অর্থাৎ নতুনভাবে কেন্দ্রীয় সরকার গঠিত না-হওয়া পর্যন্ত। এই অবস্থায় অন্যান্য সবকিছুই একটু পিছনে চলে যায়। এই প্রবণতাকে গণতন্ত্রের ভালো-মন্দ, যা খুশি ভাবা যেতে পারে। স্বাভাবিকভাবেই গল্প-কবিতা-গদ্যের ভুবনেরও আপাতত একটু অন্তরালে যাবার পালা। এখন মানুষের মনোযোগ থাকবে রাজনৈতিক তরজায়, নির্বাচনী প্রচারের জাঁকজমকে এবং শেষ পর্যন্ত ভোটের ফলাফলে। আপনি যতই নিজেকে অ্যাপলিটিক্যাল ভাবুন অথবা সাম্প্রতিক রাজনীতির গতিপ্রকৃতি নিয়ে বীতশ্রদ্ধ হোন, আপনিও জ্ঞানত বা অজান্তে ওই প্রবণতার মধ্যেই ঢুকে পড়বেন। কিন্তু তার মানে তো এই নয় যে, আমাদের থেমে থাকতে হবে! তাছাড়া জীবনযাপনের চেয়ে জরুরি 'রাজনৈতিক' কর্মকাণ্ড মানুষের আর কী আছে? আর, শিল্প-সাহিত্য তো শেষ পর্যন্ত জীবনের কথাই বলবে। অতএব প্রতিমাসের মতো এই বসন্তেও মুক্তধারা অনলাইন উপস্থিত হয়ে গেল পাঠকের দরজায়।
কবির আত্মজীবনী এই সংখ্যাতেও অন্যতম প্রধান আকর্ষণ। এই পর্বে পাঠকের জন্য তিনি নিয়ে এসেছেন কিছু চমকপ্রদ ঘটনা। থাকছে ঝাঁকুনি দেওয়ার মতো অন্যরকম একটি গল্প। এছাড়াও একটি মুক্তগদ্য ও বেশ কিছু কবিতার গভীরতা পাঠকের মনে রেখাপাত করবেই। আমাদের অন্যান্য সংখ্যার মতো মার্চ ২০২৪ সংখ্যাটিও তাই পাঠকপ্রিয় হবে বলে আমাদের আশা।
এবার মুক্তধারা অনলাইন -এর প্রচ্ছদে আছে সম্প্রতি খুলে যাওয়া নশিপুর রেল ব্রিজের ছবি। সমসাময়িক থাকতে চাওয়া আমাদের প্রচ্ছদ-নির্মাণের অন্যতম প্রধান শর্ত হয়ে এসেছে। ভাগীরথী নদীর উপরে এই ব্রিজটি প্রায় ১৮-২০ বছরের দীর্ঘ জটিলতা পেরিয়ে এসে, ট্রেন চলাচলের জন্য প্রস্তুত হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে যোগাযোগ এর ফলে আরও সহজ ও দ্রুত হবে। ভাগীরথীর একপারের শিয়ালদহ-লালগোলা রুটের মুর্শিদাবাদ স্টেশন থেকে নতুন লাইন বেরিয়ে এই ব্রিজের মাধ্যমে যুক্ত হয়ে গেছে ভাগীরথীর অন্যপারের হাওড়া-মালদা রুটের আজিমগঞ্জ স্টেশনের সঙ্গে। শোনা যায়, ব্রিটিশ আমলে নাকি একই জায়গায় একটি ব্রিজ ছিল। কিন্তু স্বাধীন ভারতে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও আবার ব্রিজটি পাওয়ার সম্ভাবনা একসময় প্রায় শূন্য বলে মনে হতে থাকলেও, এই ঘটনাটি অবশেষে বাস্তবেই ঘটেছে। বিশেষত এই রাজ্যের মধ্যাঞ্চলের মানুষের কাছে তাই এর গুরুত্বই অন্যরকম। এর জন্য এই মধ্যবঙ্গের মানুষের অকুণ্ঠ ধন্যবাদও পেয়েছে ভারতীয় রেল। এর মধ্যে এই পথে ট্রেনের ট্রায়াল রান হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে নতুন ট্রেন ঘোষণা ও চলাচলের অপেক্ষা। নির্বাচনী নিয়মের গেরোয় পড়ে আপাতত সেই অপেক্ষা হয়তো আরও একটু বড়ো হবে, এই যা।
মুক্তধারা অনলাইন -এর লেখক, পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য আসন্ন বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। কারণ, আমরা তো সাধারণত প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয়ার্ধে নতুন সংখ্যা নিয়ে আসি। তাই আমাদের এপ্রিল ২০২৪ সংখ্যাটি প্রকাশিত হতে-হতে ১৪৩১-এর পয়লা বৈশাখ পেরিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।
~ রাহুল ঘোষ
২০ মার্চ ২০২৪
প্রচ্ছদ ছবি-ঋণ : রমেন পম্পা ভ্লগ
Comments
Post a Comment