সারাদিনে ক'টা কথাই-বা বলি?
নৈঃশব্দ্য ও নির্জনতা ছাড়া আর
কিছুই ভালো লাগে না এখন
না অর্থ, না নাম যশ খ্যাতি
আচ্ছা, এও কি কোনো মানসিক রোগ?
যা কিছু ব্যতিক্রমী, অন্যরকম
তাই শুনি অসুখ আজকাল!
দুনিয়া যেদিকে এগোচ্ছে, চারপাশে
এত রক্তপাত, বিষ ও বিদ্বেষ
যদি বলি,
"আমি ঘৃণা করি না কাউকে
ভালোবাসি, ভালোবাসি"
তবে কি আমায় হাসপাতালে
ভর্তি করে দেবে?
Comments
Post a Comment