ঈশিতা চক্রবর্ত্তী

নষ্ট সময়ের চাকায় পিষ্ট হই রোজ
দুঃস্বপ্নের ভয়ে রাত কাটে অনিদ্রায়,
আর দিনগুলো অদ্ভুত অস্থিরতায়।
অবক্ষয়ের অবকাশে ক্ষয় হয় মন
কবির কলম প্রতিবাদ ভুলেছে বলেই
দুঃশাসনের শাসনে স্তব্ধ শহরে 
রোজ লাঞ্ছিতা হয় পাঞ্চালী।
কলির কুরুক্ষেত্রে কোনো কৃষ্ণ নেই
তাই বারবার জেতে দুর্যোধনের দল।

Comments

Post a Comment